বরেন্দ্র নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি। জনপ্রিয় অনুষ্ঠানটির নির্মাতা হানিফ সংকেত মুক্তিযু’দ্ধের গৌরবদীপ্ত এই উপজে’লাকেই বেছে নিলেন ভেন্যু হিসেবে।
‘ইত্যাদি’র নতুন পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ৩১ জানুয়ারি রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে। এবারের ইত্যাদিতেও থাকছে নানা চ’মক।
অনুষ্ঠানটি ধারণ করা হয় ১৭ জানুয়ারি। এ উপলক্ষে তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক মাঠে বসানো হয় ম্যাগাজিন অনুষ্ঠানটির মঞ্চ। এ উপলক্ষে গোটা পঞ্চগড়বাসীর আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল ওই স্কুলমাঠ।
সমতল ভূমিতে চা বাগান, নদী থেকে পাথর উত্তোলন, মুক্তিযু’দ্ধের গৌরবগাঁথা এবং পঞ্চগড়ের লোকজ সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে উপজীব্য করে মঞ্চ সাজানো হয়। আলোকোজ্জ্বল মঞ্চের সামনে ছিলেন লক্ষাধিক দর্শক।
পঞ্চগড়ের নৃত্যশিল্পীরা ‘ইত্যাদি’তে একটি নৃত্য পরিবেশন করেছেন। পঞ্চগড়ের ইতিহাস ও সংস্কৃতি এবং মুক্তিযু’দ্ধের স্মৃ’তিবিজ’ড়িত স্থানগুলোর ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন রয়েছে এবারের ইত্যাদিতে।
নানি-নাতিসহ নিয়মিত পর্ব ছাড়াও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস নাট্যাংশ।
দেশের সবচেয়ে জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
Leave a Reply