সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে আনন্দ মুখর পরিবেশে নওগাঁর সাপাহারে ছড়া আড্ডা ও “দু’জনে” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সাপাহার উপজেলা প্রেসক্লাব হলরুমে ছড়া সংসদ’র আয়োজনে উক্ত অনুষ্ঠানে ছড়াকার সাইমুম হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস’র অধ্যাপক ও পরিচয় সংস্কৃতি সংসদ’র সভাপতি কবি মাহফুজুর রহমান আখন্দ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আদম আলী, কবি আমিনুল ইসলাম, সাংবাদিক মনিরুল ইসলাম,সাহিত্য পত্রিকা কথন’র নির্বাহী সম্পাদক ছড়াকার ইমরান আজীম প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও কবি আমিনুল ইসলামের কাব্যগ্রন্থ “দু’জনে”র মোড়ক উন্মোচন করা হয়। এসময় সাহিত্য বিষয়ের বিভিন্ন দিক উল্লেখ করে গুরুত্বপূর্ন দিক নির্দেশনা করেন প্রধান অতিথি কবি মাহফুজুর রহমান আখন্দ।
Leave a Reply