শফিকুল ইসলাম,গোমস্তাপুর: গোমস্তাপুর উপজেলার রাধানগর এ এন সি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুকুল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহাঃ হবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) ফেরদৌসী বেগম। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সহকারি শিক্ষক আসাদুজ্জামান, ম্যানেজিং কমিটির সদস্য আইনুদ্দিন, আলাউদ্দিন,আশরাফুল ইসলাম, এনামুল হক,মিনারুল ইসলাম,তাহেরা বেগম, বিদায়ী ছাত্র সাগর আহমেদ ও ছাত্রী মাহমুদা খাতুন,ছাত্র রাজু আহমেদ ও আরমান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করেন।
Leave a Reply