রোটারি ক্লাবের সহযোগিতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার সকালে সদর উপজেলার বারোঘরিয়া সরকারি গোরস্থান হাফেজিয়া মাদরাসার ২৭ জন ছাত্রের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামাল রহমান এবং জেলা যুবলীগের সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সামিউল হক মিন্টু’র সার্বিক ব্যবস্থাপনায় এসব বিতরন করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য আবুল বাসার, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শান্তনা হক শান্তা, ইউপি সদস্য মো. আলামিনসহ হাফেজিয়া মাদরাসার শিক্ষকবৃন্দ। এর আগে সোমবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পিছিয়ে পড়া, অসহায় দরিদ্র ৩’শ ৫০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে রোটারি ক্লাব। টাউন ক্লাব মিলনায়তনে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সামিউল হক লিটন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শান্তনা হক শান্তা, ঠিকাদার মো. মাইনুল, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ অন্যান্যরা। উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন জেলার মতো চাঁপাইনবাবগঞ্জেও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে রোটারি ক্লাব।
Leave a Reply