মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ বৃহস্পতিবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের তিন রাস্তার মোড় থেকে হিদুপাড়া হুদুমের বাড়ী পর্যন্ত রাস্তা ৮১০ মিটার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসই করণের লক্ষ্য হরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্প দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ৪০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো ইয়ামিন হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লাহ, সহকারী প্রকৌশলী মো মিজানুর রহমান সহ আরাও অনেকে।
Leave a Reply