বরেন্দ্র নিউজ আন্তর্জাতিক ডেস্ক :
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কংগ্রেস দলের নেত্রী সোনিয়া গান্ধী। রবিবার তাকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, সত্তরোর্ধ্ব সোনিয়া গান্ধী জটিল রোগে ভুগছেন। চিকিৎসার জন্য একাধিকবার মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হয়েছে তাকে। কয়েকদিন পরে দিল্লির বিধানসভা নির্বাচন। তার আগে সোনিয়ার অসুস্থতার খবরে উদ্বিগ্ন কংগ্রেস কর্মীরা।
প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব পালন করেন সোনিয়া। তার পরে রাহুল গান্ধী কংগ্রেসের নেতৃত্ব পদে আসেন। কিন্তু গত লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির কাছে দলের ভরাডুবির জেরে কংগ্রেস সভাপতি পদ ছেড়ে দেন রাহুল।
দীর্ঘ আড়াই মাস ধরে দলের সভাপতির পদ কার্যত শূন্য ছিল। রাহুলকে দায়িত্ব ফিরিয়ে নিতে শীর্ষ নেতৃবৃন্দ চাপ প্রয়োগ করলেও রাজি হননি তিনি। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দলের দায়িত্ব নেন সোনিয়া।
Leave a Reply