এ আই রবি, স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় শান্তিপূর্ণ পরিবেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এসএসসির বাংলা প্রথম পত্র এবং দাখিলের কুরআন মাজিদ এর মাধ্যমে শুরু হয়েছে এবারের পরীক্ষা।
জানা যায়, এবার এসএসসির তত্ত্বীয় পরীক্ষা আজ শুরু হয়ে চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত নেওয়া হবে ব্যাবহারিক পরীক্ষা। দাখিলের তত্ত্বীয় পরীক্ষা আজ শুরু হয়ে শেষ হবে ১ মার্চ। এরপর ৮ মার্চের মধ্যে শেষ হবে ব্যাবহারিক পরীক্ষা।
বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে এবার বাঘার নয়টি কেন্দ্রে চলতি এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছে তিন হাজার ৫৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসিতে দুই হাজার ৩৫৭ জন, মাদ্রাসা বিভাগের দাখিলে ১৮৮ জন এবং এসএসসি ভোকেশনাল শাখায় ৫০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
রাজশাহী শিক্ষাবোর্ডের সূত্র মতে, এ বোর্ডে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ১ হাজার ৮৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৪ হাজার ৪২৩ জন। আর ছাত্রী ৯৬ হাজার ৬৬৩ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন রেজা বলেন, যে কোন গুজব এবং অভিযোগ ঠেকাতে পরীক্ষা কেন্দ্রের ২০০শ’ গজের মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ পরীক্ষা চলাকালিন সময়ে উপজেলার সকল ফটোকপির দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
Leave a Reply