শিবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন কানসাট ইউনিয়নের ২নং ওয়ার্ড কানসাট মিলিকের বাসিন্দা শ্রী বাপ্পি দাসের বাসা থেকে বৃহস্পতিবার রাত্রি আনুমানিক ১০টা ১৫ মিনিটে,বাপ্পি দাসের নিজ বাসা থেকে দুর্ধর্ষ চুরি হওয়া মালামাল সহ তিন জন অাটক।
আটককৃতরা হলেন কানসাট বাজার এলাকার বাসিন্দা মাইনুল ইসলামের ছেলে পারভেজ আলী(২৭),কানসাট গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা বিজন হলদার ছোলে সিমান্ত হলদার হলদার(২৫),কানসাট জহরপুর এলাকার বাসিন্দা বসন্ত হলদারের ছেলে অভিজিত হলদার(২৬)
উল্লেখ্য বাপ্পি দাস সপরিবারে সাপ্তাহিক কৃর্ত্তন শোনার জন্য গতকাল রাত্রি ৯ঃ০০টার সময় কানসাট গঙ্গা ঘাট মন্দিরে যান,এর পর আনুমানিক ১০টা ৩০মিনিটে বাসায় ফিরে দেখে ঘরের তালা খুলা রয়েছে,ভিতরে প্রবেশ করে দেখে আলমারিতে থাকা সিন্ধুকের ৩.৫ ভরি স্বর্নঅংলকার,
নগদ ৩০,০০০/-(ত্রিশ হাজার)টাকা ২০,০০০/-(বিশ হাজার)টাকা দামের মোবাইল ফোনসহ ভোটার আইডি কার্ড ও পাসপোর্ট নিয়ে যায়।
যে গুলোর অানুমানিক মূল্য ২,৫০,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার)টাকা,থেকে ৩,০০,০০০/-(তিন লক্ষ )টাকা।
পরবর্তীতে শিবগঞ্জ থানায় জানানো হলে তাৎক্ষণিক শিবগঞ্জ থানার এস,অাই আরিফ ঘঠনা স্থানে এসে তিনজন চোরকে আটক করে থানায় নিয়ে যায়।
Leave a Reply