নীলফামারী প্রতিনিধিঃ
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রাইজ মানি ২০২০ ইং এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ১৪-নীলফামারী -৩ সংসদীয় আসনের সংসদ সদস্য মেজর রানা মুহাম্মাদ সোহেল ও জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধূরী। জলঢাকা উপজেলা পরিষদের উদ্দ্যোগে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মুজিববর্ষ পালনে বনাঢ্য জমকালো আয়োজনের মধ্যদিয়ে শুক্রবার বিকালে সাংসদ মেজর রানা মুহাম্মাদ সোহেককে বরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এর আগে পৌর শহরের ট্রাফিক মোড় বঙ্গবন্ধু চত্বরের সামনে বিশাল আকৃতির হাতি ও ঘোড়ার গাড়ি নিয়ে সংসদ সদস্যের অপেক্ষামান ছিলেন খেলা আয়োজক কমিটির নেতৃবৃন্দ সহ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং দলীয় নেতাকর্মিরা। বিকালে সাংসদ মেজর রানা মুহাম্মাহ সোহেল পৌর শহরে প্রবেশ করলে তাকে হাতির পিঁঠে উঠিয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নিয়ে যান বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটি।উক্ত উদ্বোধনী খেলা শুরুর পূর্বে স্টেডিয়াম মাঠের মঞ্চে জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোখলেছুর রহমান বিপিএম-পিপিএম, জেলা আওয়ামিলীগ সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামিলীগ সাধারন সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক,বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মহিউদ্দীন আহমেদ মহী, সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জেলা ক্রিড়া সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন। বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার স্যার, সহকারী কমিশনার ( ভূমি ) গোলাম ফেরদৌস, উপজেলা আওয়ামিলীগ সভাপতি আনছার আলী মিন্টু, সাধারন সম্পাদক শহীদ হোসেন রুবেল, ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, জেলা জাসদ সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, জাপা মেতা মমিনুল ইসলাম মঞ্জু প্রমুখ। মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঢাকা সহ ১৬টি দলের স্বতস্প্রত্ব অংশ্ব গ্রহনে নকআউট খেলাটি দেখতে উৎশুক জনতার উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ন্য ছিল জলঢাকা শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি। উক্ত খেলায় ঢাকা গাজিপুর জাবিদ হাসান সোহেল ক্রীড়া চক্র কে ৪ – ২ গোলে পরাজিত করেন দিনাজপুর আমিন স্পট ক্রীড়া চক্র। ৯০ মিনিটের বিরতীহিন খেলায় উভয় দলেই ১-১ গোলে অমিমাংসিত ভাবে খেলা সমাপ্ত করে। পরে খেলা গড়ায় ট্রাইব্রেকারে।
Leave a Reply