মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: আত্মীয়ের মৃত্যু সংবাদ! যেতে হবে আরেক জেলায়। তাড়াহুড়ো করে পরিবারের কয়েকজনকে নিয়ে ভুটভুটি রিজার্ভ করে রওনা দিলেন আত্মীয়ের জানাযায় শরীক হওয়ার জন্য। ভাগ্যের নির্মম পরিহাস! পথিমধ্যে ভুটভুটি উল্টে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়ে অবশেষে ডান হাতটা পঙ্গু হয়ে গেলো। জ্বি এমনটাই ঘটেছে নওগাঁর সাপাহার উপজেলার তাঁতইর বটডাঙ্গা গ্রামের মৃত সাবুরদ্দীনের ছেলে তোজাম্মেল হক’র সাথে।
অসহায় তোজাম্মেল হক এ প্রতিনিধিকে জানান, গত ২৩ অক্টোবর ২০১৮ তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাটে এক আত্মীয়ের মৃত্যু হলে তার জানাযায় শরীক হবার জন্য ভুটভুটি যোগে কানসাটের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে উপজেলার নিশ্চিন্তপুর হাড়ভাঙ্গা খাড়ির নিকট ভুটভুটি উল্টে যায়। এসময় তোজাম্মেল হক পড়ে যায় এবং ভুটভুটির ইঞ্জিনের গরম পানিতে তার সারা শরীর ঝলসে যায় তৎসঙ্গে বিশ্রীভাবে ডানহাতের কব্জির নিচে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষনিক ভাবে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিলে সেখানে তিনি চিকিৎসা গ্রহন করেন। এমতাবস্থায় তার চিকিৎসার জন্য খরচাদী বহন করতে গিয়ে নিঃস্ব প্রায়। এতদিন যাবৎ বিভিন্ন ব্যক্তি বর্গের সাহয্যে নিয়ে সে চালিয়ে যাচ্ছে তার চিকিৎসা। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসা ও অপারেশনের জন্য ভারত যাওয়া অত্যান্ত জরুরী হয়ে পড়েছে। উন্নত চিকিৎসা ও অপারশনে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা খরচ হবে। ১ ছেলে ও ৩ মেয়ে সহ পরিবারের বোঝা এবং তার চিকিৎসা খরচ চালাতে বর্তমানে তিনি সর্বস্ব হারিয়ে নিঃস্ব অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। এতগুলো টাকা একসাথে খরচ করার মতো সাধ্য -সামর্থ্য তার পরিবারের নেই। তিনি তার অপারশেনের জন্য দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও বিত্তবানদের নিকট আর্থিক সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন। যদি কোন সহৃদয় ব্যক্তি তাকে আর্থিক ভাবে সাহয্য করতে চান তাহলে তার ব্যাংক একাউন্ট নং- এফ-২২৫১, ইসলামী ব্যাংক সাপাহার শাখা অথবা পার্সোনাল বিকাশ নং-০১৭৬২৬০২৩৫১ এই নম্বরে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
Leave a Reply