বরেন্দ্র নিউজ ডেস্ক :
সাতক্ষীরার শ্যামনগর উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর বিছানা ও চিকিৎসকের চেয়ারে দুইটি কুকুর ঘুমানো নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে এক যাত্রীকে গুরুতর অবস্থায় উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু জরুরি বিভাগের কোনো চিকিৎসক বা নার্সকে পাওয়া যায়নি। এ সময় ই’মা’র্জেন্সি রোগীর বিছানায় ও চিকিৎসকের চেয়ারে দুইটি কুকুরকে ঘুমাতে দেখা যায়। সেই ছবি ফেসবুকে পোস্ট করেন রোগীর স্বজনরা। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়।
হাসপাতালে চিকিৎসক-নার্স থাকতেও কেন এমন ঘটনা ঘটল তা ত’দন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি নেটিজেনদের।
এ বিষয়ে উপজে’লা স্বাস্থ্য কর্মক’র্তা ডা. অজয় কুমা’র সাহা বলেন, জরুরি কাজে খুলনায় যাচ্ছি। সেখান থেকে এসে বিষয়টি বিস্তারিত বলতে পারব। এ নিয়ে যথাযথ ত’দন্ত করলে আসল র’হস্য বের হবে।
ডেইলি সংবাদ
Leave a Reply