শিরোনাম
রাণীনগরে আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার-বরেন্দ্র নিউজ গ’ণ’পি’টু’নি’তে ২ জন ডা’কা’ত নি’হ’ত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ নাচোলে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা-বরেন্দ্র নিউজ গোমস্তাপুরে জামায়াতের সভা–বরেন্দ্র নিউজ ভোলাহাটে ২৮ অক্টোবর সন্ত্রাসীদের বিচারের দাবীতে জামায়াতের প্রতিবাদ সমাবেশ-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জ কমিউনিটি দক্ষিণ কোরিয়া নতুন কমিটি গঠন সভাপতি সোহেল সম্পাদক মুনিরুল-বরেন্দ্র নিউজ নাচোলে বিএমডিএ’র চেয়ারম্যানের মতবিনিময়-বরেন্দ্র নিউজ ভোলাহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন-বরেন্দ্র নিউজ নাচোলে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকসঅহ ২৬ জনের নামে মামলা আটক -১-বরেন্দ্র নিউজ
ঢাকায় চাঁপাই উৎসব : জেলার ১০ জন গুণী মানুষকে সম্মাননা প্রদান-বরেন্দ্র নিউজ

ঢাকায় চাঁপাই উৎসব : জেলার ১০ জন গুণী মানুষকে সম্মাননা প্রদান-বরেন্দ্র নিউজ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চলো জি ভাই, চাঁপাই উৎসবে যায় এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি আয়োজিত ১০ম চাঁপাই উৎসব অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শুক্রবার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সমিতির সভাপতি প্রকৌশলী মো: নুরুল ইসলাম সভাপতিত্ব করেন অনুষ্ঠানের।

এতে বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. উজির আলী ও সাবেক সভাপতি প্রকৌশলী ইজ্ঞিনিয়র মাহতাব উদ্দিন।

সারা দিনব্যাপী নানা আয়োজনে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জবাসীর প্রাণের এ উৎসব অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী নাস্তা কালাই রুটি, দুপুরে গরুর মাংস, বেগুন ভর্তা-বড়ি, মোটা চালের ভাত ও বিকেলে স্থানীয়ভাবে প্রসিদ্ধ খাবার আন্ধাসা পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের ১০ জন গুণী মানুষকে সম্মাননা প্রদান করা হয়। সন্ধ্যায় গুণী শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে পরিবেশিত হয় চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান। মাহবুব-মানী’র দল গম্ভীরা পরিবেশন করে হাস্যরসের পাশাপাশি সচেতনতামূলক নানা বার্তা দেন।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, চাঁপাইনবাবগঞ্জবাসী নদীকে ভালোবাসেন। নদীর প্রতি তাদের দায়িত্ববোধ অনেক, নদী রক্ষায় তারা সচেতন। নদী দখলকারীর তালিকায় তাদের সংখ্যা সীমিত ও সর্বনিম্ন। এটা আনন্দের বিষয়।’

নৌ-প্রতিমন্ত্রী আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ স্থলবন্দর একটি সম্ভাবনাময় বন্দর। বন্দরটি ২০০১ সাল থেকে বেসরকারিভাবে পরিচালিত হয়ে আসছে। সরকারি বিনিয়োগের মাধ্যমে এ বন্দরকে অন্যতম স্থলবন্দরে পরিণত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। সহজে মালামাল পরিবহনের লক্ষ্যে ১২ কিলোমিটার রেলপথ সংযোজনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, মুজিববর্ষে ঐক্য ও ভ্রাতৃত্ব ধরে রেখে নিজেদের বন্ধনকে আরো শক্তিশালী করতে চাঁপাইনবাবগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান খালিদ মাহমুদ চৌধুরী।

দিনব্যাপী অনুষ্ঠানে রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন যেন এক খন্ড চাঁপাইনবাবগঞ্জে পরিনত হয়।

১০ জন গুণী মানুষের মধ্যে শিক্ষা পেশায় বিশেষ অবদানের জন্য চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক গোলাম কবির, বাগান ও নার্সারির জন্য মো. মতিউর রহমানসহ আরো আটজনকে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। -কপোত নবী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




<figure class=”wp-block-image size-large”><img src=”http://borendronews.com/wp-content/uploads/2020/07/83801531_943884642673476_894154174608965632_n-1-1024×512.jpg” alt=”” class=”wp-image-17497″/></figure>

© All rights reserved © 2019 borendronews.com
Design BY LATEST IT