অনলাইন ডেস্ক:
করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই ভারতে বিয়ে করতে এসে বিপাকে পড়েছেন এক চীনা যুবক। বিয়ে স্থগিত করে ওই যুবককে ঘরবন্দি করে রাখা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে চীন থেকে ভারতে বিয়ে করতে আসেন ওই যুবক। পশ্চিমবঙ্গের কন্দানগোডে গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার তার বিয়ে হওয়ার কথা ছিল।
কিন্তু স্বাস্থ্য কর্মকর্তারা খবর পেয়ে ওই বিয়ে স্থগিত করেন। তাকে নিজের ঘরেই থাকতে পরামর্শ দেয়া হয়েছে।
পঞ্চায়েতের একটি সূত্রর বরাতে খবরে বলা হয়, তারা একদিন আগেই বিয়ের খবর পাযন। এরপর বিষয়টি নিয়ে স্বাস্থ্য নিরীক্ষক জেলা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে।
জানা গেছে, ওই যুবক চীনের উহান থেকে ১৫ হাজার কিলোমিটার দূরে ইউবিতে অ্যাকাউন্ট্যান্টে চাকরি করেন। তিনি ১৯ জানুয়ারি কোচি বিমানবন্দরে পৌঁছান।
সূত্রের খবর, স্বাস্থ্য কর্মকর্তারা ওই যুবককে বলেছে- ভারত সরকারের জারি করা স্বাস্থ্য নির্দেশ অনুসারে তিনি বিয়ে করতে পারবেন না। তাই ২৮ দিন পর্যন্ত তাকে ঘরেই থাকতে হবে।
Leave a Reply