শফিকুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বহালাবাড়ি এলাকায় ১টি ব্রয়লার মুরগির ফার্মে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট তাৎক্ষণিক ছুটে গিয়ে ২ঘন্টার অবিরাম প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে।
ব্রয়লার ফার্মের মালিক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আমার ছাদের উপরে থাকা মুরগির ফার্মে আগুন দেখতে পেলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তাদের দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে প্রায় ৯শ ব্রয়লার মুরগি আগুনে পুড়ে গেছে। এ দুর্ঘটনায় আমার প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি জানান ।
এদিকে শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজউদ্দিন জানান,
সন্ধ্যা সাতটার দিকে খবর পেয়ে তাৎক্ষণিক দূর্ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনুমানিক ক্ষতির পরিমাণ আড়াই লক্ষ টাকা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি জানান।
Leave a Reply