অমর একুশে বই মেলা। ফেব্রুয়ারি মাস আসলেই বইপ্রেমী ও পাঠকদের মনে জেগে ওঠে নতুন বই পড়ার চরম এক আকাঙ্খা। কেননা ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবছরই রাজধানী ঢাকায় শুরু হয় অমর একুশে বই মেলা, যেখানে লেখকগণের সারা বছরের সাধনার ফল প্রকাশিত হয় নতুন নতুন বই ও লেখনি প্রকাশের মাধ্যমে। পাঠকরাও চাতক পাখির মতো তাকিয়ে থাকে নতুন নতুন লেখা পড়ে মনের সুপ্ত চাহিদা মেটানোর আশায়। এবার অমর একুশে বইমেলা ২০২০ এ উৎসুক পাঠকদের মনের চাহিদা মেটাতে উত্তরবঙ্গের আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে যুক্ত হয়েছে গুরুত্বপূর্ণ ২টি বই, ১। শীর্ণ নদীর বাঁকে (কাব্য) এবং ২। জুঁই মণির ছড়া (ছড়া) । বইমেলায় যা পাওয়ার ঠিকানা : হরিৎপত্র প্রকাশনের নিজস্ব বুকস্টল, ঢাকা-২০৯, চট্টগ্রাম-৯৪। বই ২টি লিখেছেন চাঁপাইনবাবগঞ্জের হাজী এশান মোহাম্মদ কারিগরি কামিল মাদরাসার বাংলা বিভাগের অধ্যাপক মো: ইউনুস আলী। এর আগেও তাঁর লিখা আরো ২টি বই ১। কালের নদী (কাব্য) ও ২। চিল গাঁয়ের শহরবানু (উপন্যাস) প্রকাশিত হয়েছে।
Leave a Reply