বরেন্দ্র নিউজ ডেস্ক :
পৃথিবীর বাইরের অন্যান্য গ্রহের অর্থাৎ ভিন গ্রহের প্রাণীদের বলা হয়ে থাকে, অ্যালিয়েন। বাস্তবে এখন পর্যন্ত ভিন গ্রহের প্রাণী বা অ্যালিয়েনের দেখা পাওয়া না গেলেও, ধারণা করা হয় অ্যালিয়েন রয়েছে। সেই ধারণা এবার আরো জোরালো করল মহাকাশ থেকে আগত বেশ কিছু রেডিও সংকেত। যেহেতু এই সংকেতগুলো এসেছে ভিন্ন সৌরজগৎ থেকে অর্থাৎ ৫০০ মিলিয়ন আলোকবর্ষ দূর থেকে, সেহেতু সেখানে থেকে কি ভিন গ্রহের প্রাণীরা এসব সংকেতের মাধ্যমে পৃথিবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গবেষকদের মনে।
দ্য কানাডিয়ান হাইড্রোজেন ইনটেনসিটি ম্যাপিং এক্সপেরিমেন্ট টেলিস্কোপ ব্যবহার করে এই বেতার তরঙ্গগুলো শণাক্ত করা হয়েছে। বিস্ময়কর ঘটনা হলো, ৫০০ মিলিয়ন আলোকবর্ষ দূরের একটি গ্যালাক্সি থেকে এসব রেডিও সিগন্যাল বা বেতার তরঙ্গগুলো এসেছে প্রতি ঘণ্টায় ১টি করে, টানা ৪দিন ধরে। তারপর বন্ধ থেকেছে ১২ দিন। এরপর আবার এসেছে। এই প্রক্রিয়াটির পুনারাবৃত্তি হয়েছে ১৬.৩৫ দিন পরপর এবং এভাবে পর্যায়ক্রমে চলেছে ৪০৯ দিন।
Leave a Reply