বরেন্দ্র নিউজ ডেস্ক :
সুন্দরবন দিবস আজ ১৪ ফেব্রুয়ারি। বিশ্ব ভালবাসা দিবসে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে ভালবাসার আহ্বান জানিয়ে বিগত বছরগুলোর ন্যায় এবারও ১৪ ফেব্রুয়ারি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরাসহ সুন্দরবন সন্নিহিত জেলা ও উপজেলা পর্যায়ে দিবসটি পালন করা হবে।
এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্রাঙ্গন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচী আয়োজন করা হয়েছে। খুলনার কর্মসূচীতে প্রধান অতিথি থাকবেন মেয়র তালুকদার আব্দুল খালেক। সুন্দরবন বিভাগ, সুন্দরবন একাডেমির যৌথ উদ্যোগে সুন্দরবন দিবস উদযাপনের মিডিয়া পার্টনার খুলনা প্রেসক্লাব।

সুন্দরবন দিবস উপলক্ষে বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল-আল-মামুন।
এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির, প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, সুন্দরবন একাডেমির পরিচালক ফারুক আহমেদ প্রমুখ।
Leave a Reply