নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ১৪ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দুর্গাপুর পাওয়ার হাউস মোড়ে ভোলাহাট থেকে ছেড়ে আাসা সাথি পরিবহনের একটি ঢাকা নাইট কোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দুটি দোকানের মাঝখানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষাপান দাঁড়িয়ে থাকা এক মোটরসাইকেল আরোহী। তবে নাইট কোচ ও মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়। বন্ধ হয়ে যায় বিদ্যুৎ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁপাইনবাবগঞ্জের সহকারী উপ-পরিচালক মো. সাবের আলী ও স্থানীয় যুবক রাজু আহমেদ জানান, রাত সাড়ে ৯ টার দিকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ মুখি দ্রতগতিতে আসা একটি রোলার ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় নাইট কোচ।
কোচটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সজোরে ৩৩ হাজার কেভি সঞ্চালন লাইনের বৈদ্যুতিক খঁটিতে আঘাত করে। এতে করে খুঁটিটি ভেঙে যায় এবং সঞ্চালন লাইনের তার ছিঁড়ে যায়।
বিদ্যুৎ বন্ধ হয়ে যায় হরিপুর, উপরাজারামপুর, শান্তি মোড়, ম্যাথরপাড়া, শিবতলা, টিকরামপুরসহ বেশ কিছু এলাকায়। রাত ১ টা ৩০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।
দুর্ঘটনার পর সাময়িক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে উদ্ধার ও যানবাহন চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।-কপোত নবী।
Leave a Reply