শফিকুল ইসলাম, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে প্রায় ১গ্রাম হেরোইনসহ জাহাঙ্গীর আলম(৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তি উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে। গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ওই এলাকার কেতাব বাজার থেকে তাকে আটক করা হয়।
নওগাঁ, ১৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল একেএম আরিফুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কেতাব বাজার নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১ পুরিয়া (প্রায় ১গ্রাম) হেরোইনসহ জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। পরে তাকে গোমস্তাপুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
Leave a Reply