জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ভোলাহাট উপজেলা সমিতির ভোলাহাট উৎসব -২০২০-বরেন্দ্র নিউজ
নিজস্ব প্রতিবেদক :প্রতিবারের ন্যায় এবারও জমকালো আয়োজনে ঢাকায় বসবাসরত ভোলাহাটবাসীর মিলনমেলা ভোলাহাট উৎসব ২০২০-অনুষ্ঠিত হয়েছে গতকাল ১৪ই ফেব্রুয়ারি প্রিয়াংকা পিকনিক গ্রাউন্ড ও শুটিং স্পট বেরুলিয়া ব্রিজ, বেরী বাধ নামক স্থানে।
এবারের আয়োজন ছিল চোখের পড়ার মতো যা বিগতদিনের আয়োজনকে ছড়িয়ে গেছে।এ যেন এক মিলন মেলায় পরিনত হয়েছিল। ভোলাহাট উপজেলা সমিতির ঢাকায় বসবাসরত সকলে এ উৎসবটি খুব আনন্দের সাথে উপভোগ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট সমিতির সভাপতি ও ডাইসিন গ্রুপের এমডি মিজানুর রহমান। উপস্থিত ছিলেন, পাকিজা টেক্সটাইল লিমিটেডের জি.এম সাইফুল ইসলাম, এভার ক্যামিক্যাল লিমিটেডের এম ডি আখতারুল ইসলাম, ভোলাহাট উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন, প্রধান শিক্ষক বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক ভোলাহাট উপজেলা সমিতি ঢাকা আশিক আহম্মেদ বাপ্পি, যুগ্ন সম্পাদক ভোলাহাট উপজেলা সমিতি ঢাকা সাইদুর রহমানসহ আরও অনেকে। উৎসবে সভাপতিত্ব করেন ইউ ডি ডাইসিন গ্রুপ আমানুর রহমান। বিকেলে জমকালো পরিবেশে চাপাইনবানগঞ্জের ঐতিহ্য গম্ভিরা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য প্রধান অতিথি আলহাজ আমিনুল ইসলাম ,ভোলাহাট উপজেলা সমিতি ঢাকার অফিস করে দেওয়ার জন্য প্রতিশ্রতি দেন ও সাথে থেকে সা র্বিক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।
Leave a Reply