শ্রী প্রকাশ চন্দ্র দাস :
‘মা’গো মনে পড়ে,
‘২১শে, নিষ্ঠুর ভয়াল সন্ধ্যার বিভৎস স্মৃতি,
বিকাল গড়িয়ে সন্ধ্যার লগ্নে
চন্দ্র এসে যায় মায়াবী আলো নিয়ে,
পাখিরা ডানা মেলে উড়ে আসে,
খড় কুটার ঙ্তরী সুন্দর নীড়ে।
আমরা ফিরে ছিলাম ২২টি লাশ নিয়ে
কেঁদে ছিলাম দুটি চোখের নয়ন জলে,
তোমার মলিন মুখ খানি
বার বার ভেসে আসে অশ্র“ সজল চোখে,
ভাবছি বসে বসে মাগো কি করে,
ফিরে পাব আবার তোমাকে, এই বুকের মাঝে।
ফরিয়াদ, করে ছিলাম বিশ্ব স্রষ্টার দরবারে,
চিরজীবি হয়ে থাকবে বাংলার ইতিহাসে,
আবার যেন ফিরে পাই,
বাবার, তৈরী সোনার এই বাংলাদেশে।
পিতা, মাতা, হারিয়ে হয়েছিলে দিশেহারা
বাবার সংগ্রামে পেলে ‘স্বাধীন’ পতাকা,
স্বাধীনতার গর্ভে জন্ম নিল ‘বর্ণ মালা’
মা, বাবা, বর্ণ মালার ‘মালা’ গেথে,
নাম লিখল ‘শেখ হাসিনা’
তুমি আজ বাংলাদেশের সুযোগ্য মানষ কন্যা।
তোমার কথা ভাবছি বসে বসে
যোগ্য ছেলে ‘ওয়াজেদ জয়’
ডিজিটাল বাংলাদেশ গড়লে,
‘১৬’ কোটি মানুষের জন্যে।
চির সায়িত হব, যে দিন আমি চির নিদ্রায়,
‘শেখ হাসিনা মা’ তোমাকে একবার দেখতে চাই,
কি করে যাব ছেড়ে ‘মা’গো আমি তোমায়,
তুমি ছাড়া বাংলাদেশ গড়ার,
সংগ্রামী মেয়ে আর কেউ নাই।
‘মা’গো চরনেষু প্রণাম জানাই
তোমার হৃদয় মুন্দিরে যেন একটু ঠাই পাই,
সন্তান ভেবে আর্শিবাদ দিবেন আমায়,
‘মা’গো দুটি নয়নের জল মুছে দিবো আমরা সবাই।
লেখকঃ শ্রী প্রকাশ চন্দ্র দাস
পরিচালক মেসার্স পায়েল ট্রেডার্স
কানসাট বাজার,শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৩৭৮০০২৭
Leave a Reply