সুলতান মাহমুদ:
দু’বছর আগে কলেজ ক্যাম্পাসে
চোখে চোখ রেখে কেবল
একটিবারই তোমাকে দেখেছি,
কিন্তু জানো, স্বপ্নে বহুবারই
তোমার সান্নিধ্যে গিয়েছি।
সেদিন পহেলা বৈশাখে কেবল
একটিবারই কথা বলার সুযোগ পেয়েছি,
কিন্তু জানো, স্বপ্নে বহুবারই
তোমার সাথে গল্পে জুড়েছি।
আচ্ছা! তুমি পড়ছো তো?
বৈশাখী সাজে তোমাকে সেদিন দেখে
এ মনে এক অদ্ভুত দাগ হয়েছে।
একটি অন্যরকম ভালোলাগা
বুকের ভেতরে কাজ করছে।
জানো, তার কতো কি ভাবনা
তোমাকে সাজানোর কতো পরিকল্পনা?
আচ্ছা! তুমি সাজবে তো?
দেখবে সত্যিই একদিন পড়ন্ত বিকালে
তোমার সামনে গিয়ে দাঁড়াবো।
গায়ে থাকবে নীল পাঞ্জাবি
হাতে থাকবে লাল গোলাপ।
এরপর গোলাপটি বাড়িয়ে দেবো
আর বলবো সব জমে রাখা কথা।
হৃদয়ের কথা, ভালোবাসার কথা,
না বলা সব কথা।
আচ্ছা! তুমি শুনবে তো?
সুলতান মাহমুদ
রাজশাহী কলেজ, রাজশাহী।
Leave a Reply