মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মাদক সেবনের অপরাধে ৩জন যুবককে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ পরিদর্শক (এসআই) মানিক সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মাছবাজার সংলগ্ন চৌধুরীপাড়ার বেদারুলের বাড়ী থেকে ইয়াবা সেবন কালে সদরের চৌধুরী পাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে সাহেব আলী (৪০), ইয়াদুল ইসলামের ছেলে আশিক (২৩) ও বেদারুল ইসলামের ছেলে রাকিব বাবু (২০) নামক ৩ যুবককে আটক করে।
এ ব্যাপারে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সরনীর ১৬ ধারায় মামলা দায়ের করে জেলা আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply