সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ফাঁকা চেক জমা নিয়ে সুদে টাকা দিয়ে আবার সেই চেক অন্য জনের কাছে বিক্রয় করে ভুক্ত ভোগীকে বিপাকে ফেলেছে এক দাদন ব্যাবসায়ী।
অনুসন্ধানে জানা যায়, উপজেলার রামরামপুর গ্রামের মৃত ফুল মোহাম্মদের ছেলে আবু তাহের বেশ কিছুদিন আগে সাপাহার উপজেলার পতœীতলা উপজেলার গোবিন্দবাটি গ্রামের মহিরদ্দীনের ছেলে বদিউল আলম নামে এক দাদন ব্যবসায়ীর নিকট অগ্রনী ব্যাংক সাপাহার শাখার একটি ফাঁকা চেক দিয়ে সাপ্তাহিক সুদের উপর ৬০ হাজার টাকা নেয়। আবু তাহের ৬০ হাজার টাকার সুদ বাবদ ১৫ হাজার টাকা ওই দাদন ব্যবসায়ী বদিউলকে প্রদান করে। পরবর্তী সময়ে বদিউল আরো বেশি পরিমানে সুদ দাবী করলে ভুক্তভোগী আবু তাহের তার আসল টাকা ফেরৎ দিতে চায়। এমতাবস্থায় বদিউল ফাঁকা চেক নিয়ে মামলা করবে মর্মে হুমকি প্রদান করে।
পরবর্তী সময়ে বদিউল টাকার বিনিময়ে ওই ফাঁকা চেক পতœীতলা উপজেলার রাজাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে নেয়ামুল নাসিরের নিকট বিক্রয় করে। ক্রয়কৃত চেক নিয়ে নেয়ামুল ভুক্তভোগী আবু তাহেরের উপর ফাঁকা চেক দিয়ে আদালতে ৩ লক্ষ টাকার মামলা দায়ের করে। যার ফলস্বরূপ ভুক্তভোগী আবু তাহেরকে আটক করে গত ১৮ফেব্রæয়ারী জেলা আদালতে প্রেরন করেছে থানা পুলিশ।
উল্লেখ্য যে, আবু তাহেরের লেনদেন ছিলো কতিথ দাদন ব্যবসায়ী বদিউলের সাথে বলে জানিয়েছেন ভুক্তভোগীর বড়ো ভাই আলহাজ্ব মোজাম্মেল হক। নেয়ামুলের সাথে কোন প্রকার লেন-দেন তো দূরের কথা বরং তাকে চিনতেননা ভুক্তভোগী আবু তাহের।
এ ব্যাপারে একাধিকবার বদিউলের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
Leave a Reply