মনিরুল ইসলাম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ১ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স সহ উপজেলার দিঘীরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে পোরশা উপজেলার নিতপুর (গোলাপগঞ্জ) গ্রামের আশরাফের ছেলে ফিরোজ (২৩) ও একই উপজেলার নিতপুর (মাষ্টারপাড়া) গ্রামের মন্টুর ছেলে সুমন (২২) কে ১ কেজি গাঁজা সহ হাতে-নাতে আটক করে।
এ ব্যাপারে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে জেলা আদালতে প্রেরন করা হয়েছে।
Great content! Super high-quality! Keep it up! 🙂