শ্রী প্রকাশ চন্দ্র দাস :
বাতাসে শুনেছি মায়াবী কান্না, হৃদয়ে জেগেছিলো মুক্তিযুদ্ধের চেতনা যুদ্ধের মরুভুমি পেরিয়ে তুমি এলে নদীর জলে পদ্ম ফোটা ফুল থেকে।
তুমি দূর্বার গতিতে জেগে উঠেছিলে ৩০ লক্ষ শহীদের রক্তে তুমি এসেছো রক্তে রঞ্জিত রাজপথ পেরিয়ে, খর স্রোতার তীব্র তাপদাহে বিধাতার কাছে কেঁদে বলেছি হে রক্ত জেগে উঠ তুমি তুফানের গতিতে তুমি এলে সন্তান হারা মায়ের আর্তনাদে ভরা আখিঁ জল বেয়ে।
তুমি এলে সৈনিকের, রক্ত ঝরা শরীর থেকে তুমি এলে অতন্দ্র প্রহরীর নিদ্রা হারা চোখের ভাষা থেকে তুমি এসেছো দূর্ভিক্ষে, আনাহরে থাকা শিশুর আর্তচিৎকারের মাঝ থেকে।
তুমি এসেছো পা-হারা, বিভৎস কংকাল থেকে তোমার আগমনী বার্তা শুনেছি হ্যামিলনের বাঁশির শুরে তোমার আগমনী বার্তা শুনেছি তীর ছুটা নদীর স্রোতে অন্ধকার রাতে চিৎকার করে বলেছিলে আমি এলাম দু:খিনী মায়ের কোল জুড়ে ছোট্ট একটি কুঁড়ে ঘরে কেঁদে কেঁদে বলেছিলাম মা একটু দুধ দাও মোরে।
তোমার আসার জয় ধ্বনী শুনেছি ঐ জলসা ঘরে নুপুরের ঝংকারে শুনেছি তোমার গান, নদীর তীরে বসে ভাটিয়ালী সুরে সুরে।
শুনেছি, তোমার ধ্বনি, নজরুলের উদ্দীপ্ত কণ্ঠে শুনেছি তোমার গর্জন, সাগরের উত্তাল তরঙ্গে শুনেছি তোমার পদধ্বনি রাজপথে দাড়িয়ে।
Leave a Reply