ভরত রায় প্রত্যয়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দর রেলওয়ে স্টেশন চত্ত্বরে নব-নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১শে ফেব্রুয়ারী (শুক্রবার) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফিতা কাটা সহ নানা আয়োজনে নব-নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য জনাব আবুল হাসান মাহমুদ আলী এম.পি মহোদয়। উদ্বোধন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা, সহকারী কমিশনার (ভূমি) মেজবাহুল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজমল হক, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার।
এছাড়াও দলীয় সংগঠনের উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়বুর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সুমন দাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাজমুল শাহ, সাধারণ সম্পাদক সিফাত শাহ, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি সোনিয়া সরকার, সাংগঠনিক সম্পাদক ফেরদৌসী বেগম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন গোলাপ, ৪ নং ইসবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু হায়দার লিটন, আব্দুল আলিম সরকার সহ উপজেলা আওয়ামীলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।
Leave a Reply