মোঃমশিয়ার রহমান,নীলফামারী:
শহীদ আবুল বরকত: জন্ম মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ,১৬ জুন ১৯২৭ইং। গুলিবিদ্ধ ও মৃত্যু: বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনার। ২১ শে ফেব্রুয়ারী ১৯৫২ ইং। সমাধি: আজিমপুর কবরস্থান।
শহীদ আব্দুস সালাম: জন্ম দাগনভূঞা, ফেনী, ২৭ শে নভেম্বর ১৯২৫ইং। গুলিবিদ্ধ ও মৃত্যু: ঢাকা মেডিকেলের কাছে ২১ শে ফেব্রুয়ারী ১৯৫২ ইং।
শহীদ আব্দল জব্বার: জন্ম গফরগাঁও, ময়মনসিংহ, ১৯১৯ইং। গুলিবিদ্ধ ও মৃত্যু: ঢাকা মেডিকেল কলেজের সামনে ২১ শে ফেব্রুয়ারী ১৯৫২ ইং।
শহীদ শফিউর রহমান শফিক: জন্ম চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ, ১৯২৮ইং। গুলিবিদ্ধ ও মৃত্যু: নবাবপুর রোড, ঢাকা- ২২ শে ফেব্রুয়ারী ১৯৫২ ইং সন্ধ্যা ৬ ঘটিকা।
শহীদ রফিক উদ্দিন আহম্মদ: জন্ম সিংগাইর, মানিকগঞ্জ ৩০ শে অক্টোবর ১৯২৬ইং। গুলিবিদ্ধ ও মৃত্যু: বর্তমান কেন্দ্রিয় শহীদ মিনার ২১ ফেব্রুয়ারী ১৯৫২ ইং। সকলের সমাধি আজিমপুর কবরস্থান।
২১ রক্তের অক্ষরে লেখা মুক্তির প্রতিশ্রতি। ২১ আমার অহংকার। খুনের দড়িয়া দেখে নাই কোন ভয় সংগ্রাম এনে দেবে আমাদের জয়।
Leave a Reply