হাদিউল ইসলাম, রাবি প্রতিনিধি
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন যখন শ্রদ্ধাঞ্জলি, সভা-সমাবেশে ব্যস্ত তখন গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কর্মীদের দিনভর ভিন্ন এক কার্যক্রমে ব্যস্ত থাকতে দেখা যায় । সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করে , গ্রীন ভয়েসের কর্মীরা দিনটিকে উদযাপন করার জন্য ছুটে গিয়েছিল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফুলতলায়। সেখানে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করে।
সমাজের পিছিয়ে পড়া এসব শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে, গ্রীন ভয়েস কর্মীরা একটি শিক্ষা আড্ডার আয়োজন করে। সেখানে কবিতা আবৃত্তি, গল্প বলার মাধ্যমে তাদের সুন্দর এক ক্ষণ উপহার দেই।
শেষে তাদের মাঝে শিক্ষা উপকরণ ও দুপুরের খাবার বিতরণ করা হয়। পরবর্তীতে সন্ধ্যায় গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির সহ আরো অনেকে গিয়ে তাদের পড়াশোনার বিষয়ে খোঁজখবর নেয় এবং রাতের খাবার বিতরণ করেন।
Leave a Reply