মোঃমশিয়ার রহমান,নীলফামারী প্রতিনিধিঃ
এক গ্রামে এক লোক ছিলেন খুবেই অতিথি পরায়ন। মাঝে মধ্যে এলাকার লোকদের তিনি দাওয়াত করে খাওয়াতেন। একদিন তিনি এলাকার মেম্বার, মাদ্রাসার হাফেজ, একজন কৃপন ব্যক্তি, একজন ডাকাত, একজন নেশাখোর, একজন ধনি প্রভাবশালী ব্যক্তি এবং একজন দানবীর ব্যক্তিকে দাওয়াত করলেন।
যথারিতি খানাপিনার পর সবাইকে বিদায় দিলেন। যাওয়ার সময় মেহমানরা বিভিন্ন কথা বলতে লাগলেন; মেম্বার বললেন, ভদ্রলোক বুঝি আগামীতে নির্বাচন করবেন। তাই আমাদেরকে আগাম সংকেত দিলেন আর কি?
ধনি ব্যক্তি বললেন, আরে! এত কথার কি প্রয়োজন? এটা একটা আয়োজন হলো নাকি? আমি হলে এর দশগুণ আয়োজন করতাম।
ডাকাত বললেন, ধুর মিয়া! লোকটি মনে হয় ডাকাত হবে। তা না হলে এত টাকা পাবে কোথায়?
কৃপন বললেন, এত আয়োজনের কি প্রয়োজন ছিল? যত সব ভালতু অপচয়। টাকা মনে হয় একটু বেশি হয়েছে।
দানবীর ব্যক্তি বললেন, লোকটি মনে হয় বড় দাতা প্রকৃতির হবে।
নেশাখোর ব্যক্তি বললেন, এটা কি কোন অয়োজন হলো? খাওয়ার পরে কোন সুপিয় পানির ব্যবস্থা নাই।
হাফেজ বললেন, আসলে লোকটি মনে হয় অনেক ছাওয়াব কামাতে চান। তাই মাঝে মধ্যে লোকজনদেরকে এভাবে দাওয়াত কওে খাওয়ান।
সবার কথা শুনে যিনি দাওয়াত খাওয়ালেন। তিনি বললেন,
আসলে আসৎ লোক কাউকে সৎ মনে করে না।
Leave a Reply