নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সেবা নিতে আসা মানুষ অনুমতি ছাড়াই ওসির কক্ষে প্রবেশ করে সরাসরি ওসিকে সমস্যার কথা বলতে পারবেন। এ কার্যক্রম চালু করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. জিয়াউর রহমান পিপিএম।
অফিস কক্ষে ঢুকতেই কাঁচের দরজায় চোখে পড়বে এ সংক্রান্ত নির্দেশনা। এ ছাড়াও থানায় কোন প্রকার টাকা ও জমি উদ্ধার সংক্রান্ত কোন অভিযোগ গ্রহণ করা হবে না বলেও জানিয়েছেন অফিসার ইনচার্জ জিয়াউর রহমান।
রোববার ওসি জিয়াউর রহমান পিপিএম জানান, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় ওসি অপারেশন মিন্টু রহমান, ওসি তদন্ত কবির হোসেনসহ সদর থানার সকল পুলিশ সদস্য মানুষের নিরাপত্তা ও সেবা দিতে কাজ করে যাচ্ছে।
তিনি আরো জানান, সদর থানা এলাকার ভেতর যে কোন সমস্যা হলে থানায় অথবা ৯৯৯ এ ফোন দিলেই পুলিশ সাথে সাথে সমস্যা নিরসনে এগিয়ে যাবে। সকলের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশে থাকার আহবানও জানিয়েছেন ওসি জিয়াউর রহমান। -কপোত নবী।
২০২০.
Leave a Reply