মনিরুল ইসলাম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট সহ খাইরুল ইসলাম (২২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর ফারুক সঙ্গীয় ফোর্সসহ উপজেলার করমুডাঙ্গা চৌমুহনী এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে খাইরুল ইসলাম (২২) নামে এক জনকে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে । আটক খাইরুল উপজেলার করমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের গোলাম মাহাজনের ছেলে। এসময় তার সহযোগী চৌমুহনী এলাকার ভুট্টুর ছেলে আসাদুল (৩০) পুলিশের হাত থেকে পালিয়ে যায়।
এ ব্যপারে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত খাইরুল ও পালাতক আসাদুলের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা হয়েছে এবং আটককৃত খাইরুলকে সোমবার সকালে জেলা আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply