মনিরুল ইসলাম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার মদনশিং কমিউনিটি ক্লিনিকে বসে মেডিকেল অফিসার ডাঃ রাশেদ হাসান রনি সেবা প্রদান করেছেন।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন সাপাহার উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ রাশেদ হাসান রনি।
এসময় কমিউনিটি ক্লিনিকে দায়িত্বে থাকা হেলথ কেয়ার প্রোভাইডার রাসেল বাবুকে রোগীদের চিকিৎসা সেবা প্রদানে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
চিকিৎসা সেবা নিতে আসা একাধিক ব্যাক্তি এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, গ্রামের কমিউনিটি ক্লিনিকে উন্নত চিকিৎসা অব্যহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি প্রয়োজন।
Leave a Reply