নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ :
পণ্যের দাম বেশী নেয়ায় চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটস্থ ‘নবাব মিষ্টান্ন ভান্ডার’কে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার বিকেলে এই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, গত ১৪ ফেব্রুয়ারি নবাব মিষ্টান্ন ভান্ডারে একজন ক্রেতা প্রতি পিস পাঁচ টাকা দরে ১২০ পিস লাড্ডু ক্রয় করেন। কিছুটা লাভের আশায় অভিযোগকারী বিক্রেতাকে ওজনে লাড্ডু নেয়ার ইচ্ছা পোষণ করলে বিক্রেতা বলেন, যেভাবে নিবেন সেভাবেই দেয়া হবে। কিন্তু ওজনে পাঁচ কেজি বিক্রেতা ক্রেতার কাছে ১৪০ কেজি দরে বিক্রি করে টাকা আদায় করেন।
ক্রেতা পিস হিসেবে দাম দিতে চাইলেও তিনি নেননি। এ অভিযোগে ১৬ ফেব্রুয়ারি অভিযোগকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জে একটি লিখিত আবেদন জমা দেন।
প্রেক্ষিতে মঙ্গলবার বিকেল চারটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে ক্রেতা ও বিক্রেতাকে নিয়ে শুনানি হয়। শুনানিতে নিউমার্কেটস্থ নবাব মিষ্টান্ন ভান্ডারের ব্যবস্থাপক মো. মোস্তফা দোষ স্বীকার করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৪০ অনুযায়ী নবাব মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।-কপোত নবী।
Leave a Reply