এ বাশার চঞ্চল(নওগাঁ)রাণীনগর প্রতিনিধি:- নওগাঁর রাণীনগরে নির্মাণাধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভবনের চারতলা থেকে পড়ে নুরজাহান বানু (৪০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে নির্মাণাধীন রাণীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।সন্ধ্যায় নওগাঁ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত নুর জাহান উপজেলার চকমনু গ্রামের বটর উদ্দিনের স্ত্রী।জানা গেছে, রাণীনগর উপজেলার সদরের পশ্চিম বালুভরা এলাকায় রাণীনগর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভবন নির্মানের কাজ চলছে।সেখানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন নুরজাহান বানু। মঙ্গলবার চারতলা ভবনের প্লাষ্টারের কাজ চলা অবস্থায় বিকেলে ভবনের চারতলাতে বাঁশের চারাট থেকে নিচে পড়ে গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক নুরজাহানকে মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার ওসি মো:জহুরুল হক তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন,এঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি।
Leave a Reply