!
সাপাহার(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে পূর্ব শক্রতার জের ধরে রানা মন্ডল (৩০) নামে এক যুবককে এলাপাতাড়ী মারপিট করেছে প্রতিপক্ষের লোকজন। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী রানা মন্ডল।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রæয়ারী শনিবার রাত্রি আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার লালমাটিয়া মিশন পাড়ার মজিবর রহমানের ছেলে রানা মন্ডল বাড়ীর পার্শ্ববর্তী একটি দোকানে চানাচুর-মুড়ি কিনতে যায়। এসময় পূর্ব শত্রæতার জের ধরে লালমাটিয়া পাড়ার মোস্তফার ছেলে মজিদ (৩০) ও আজিজ (৩৩) ,একই গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে মোস্তফা (৫০) নামীয় প্রতিপক্ষরা পূর্ব শত্রæতার জের ধরে চড়াও হয়ে পথরোধ করে বাঁশের লাঠি দিয়ে এলাপাতাড়ীভাবে মারধর শুরু করে। এসময় ভুক্তভোগী রানা মন্ডল চিৎকার করতে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করতে আসলে তাদের মধ্যে এক মহিলাকেও বে-ধড়ক মারপিট করে দুর্বৃত্তরা। পরবর্তী সময়ে ওই তিনজনকে অভিযুক্ত করে রানা মন্ডল বাদী হয়ে থানায় একটি অভিযোগ দাখিল করে।
উল্লেখ্য যে, ইতপূর্বে গত ২৩ নভেম্বর ২০১৬ তারিখে উক্ত অভিযুক্তরা একই ভাবে রানা মন্ডলের স্ত্রী সাকিলাকে বেধড়ক মারপিট করে যখম করে। সেসময় রানা মন্ডল বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করলে আসামীরা কায়দা-কৌশলে ইউনিয়ন পরিষদে বিচারের দাবী করে। সেখানে নামমাত্র বিচার করা হয় যা আইনানুগ প্রক্রিয়ার ব্যত্যয় ঘটে।
উপরোল্লিখিত বিষয় সহ পূর্বে রানার বাড়ীর স্বর্ণালংকার সহ আসবাব পত্র চুরি হয়ে গেলে অভিযুক্তদের সন্দেহ করা হলে তারা সিমেন্টের বস্তা চুরি করেছে মর্মে স্থানীয়ভাবে একটি শালিশ হয়।এ বিষয়গুলোকে কেন্দ্র করে আবারো রানা মন্ডলকে মারপিট করে যখম করা হয়েছে। যা পূর্ব শত্রæতার একটি নিদর্শন বহন করে।
এ ব্যাপারে অভিযুক্ত মোস্তফার সাথে মুঠোফোনে কথা হলে থানায় আপোষ মিমংসা করা হবে মর্মে জানিয়েছেন।
এ ব্যাপারে উক্ত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সহ:পুলিশ উপ- পরিদর্শক আব্দুর রাজ্জাকের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বিষয়টি একত্রে বসে মিমংসার চেষ্টা করলে পরপর দুইটি তারিখ প্রদান করেও তিনি অভিযুক্তদের কোনমতে থানায় আনতে পারেননি বলে জানান।এবং বিষয়টি মিমংসার জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
Leave a Reply