চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার কর নির্ধারক ও রহনপুর মাস্টার পাড়া নিবাসী মরহুম দাউদ আলী মাস্টারের ছেলে মঞ্জুর কাদের শনিবার দিবাগত রাত দুইটার দিকে হার্ট এটাক করে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুম মনজুর কাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক ও সাংবাদিক কল্যাণ তহবিল (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা) এর সভাপতি আসাদুল্লাহ আহমদ এর ছোট ভাই। বিকাল ৫টা ১৫ মিনিটের সময় মাস্টারপাড়া আমবাগানে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান, পৌর মেয়র তারিক আহমদ, সাবেক পৌর মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, পৌর সচিব খাইরুল ইসলাম, মরহুমের বড় ভাই আসাদুল্লাহ, মেজো ভাই এনায়েত করিম তোকি প্রমুখ।
Leave a Reply