নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জের : সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও পুলিশের আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে।
১ মার্চ রোববার সকাল ১০ টার দিকে নয়াগোলা সংলগ্ন পুলিশ লাইন্সে প্রথমেই পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন। এ সময় তিনি সকল পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।
এর পর পুলিশ লাইন্সের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে কর্তব্যরত অবস্থায় বিভিন্ন স্থানে নিহত পুলিশ সদস্যদের পরিবারের পক্ষ থেকেও বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর সারাদেশে বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করা পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় ।
এ ছাড়াও পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ভাল কাজের জন্য ৪ জন অফিসারকে পুরস্কৃত করা হয়। দু’জন পুলিশ পরিদর্শককে বিদায় সংবর্ধনাও দেয়া হয়। এ ছাড়াও কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ১০ জন পুলিশ পরিবারের সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
পৃথক এ সব কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুবুল আলম খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মো. ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) জাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এস এ এম ফজল-ই-খুদা, সদর থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান পিপিএম, ওসি তদন্ত কবির হোসেন, ওসি মিন্টু রহমানসহ অন্য কর্মকর্তাবৃন্দ।-কপোত নবী।
Leave a Reply