নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
‘এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’- ঐতিহাসিক ৭ মার্চ মুজিব বর্ষের প্রাক্কালে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক একেএম তাজকির-উজ-জামান। এতে সূচনা বক্তব্য দেন সহকারী কমিশনার জিনিয়া জামান।
সভায় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মনোয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুমসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক বৃন্দ, পৌর কাউন্সিলরসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।-কপোত নবী।
Leave a Reply