শফিকুল ইসলাম,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাংবাদিক পরিচয়ে নানা অপকর্ম বন্ধের দাবীতে সভা করেছে গোমস্তাপুর উপজেলার কর্মরত সাংবাদিকরা। শনিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহম্মদ,উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সম্পাদক আল মামুন বিশ্বাস, কোষাধ্যক্ষ গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল, নাহিদ ইসলাম, সদস্য সারওয়ার জাহান সুমন, দেলোয়ার হোসেন রনিসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। সভায় গত বুধবার সন্ধ্যায় রহনপুর রেলষ্টেশন এলাকার একটি বেকারীতে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক নামধারী কতিপয় যুবকের চাঁদাদাবীর ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। ভবিষ্যতে গোমস্তাপুর উপজেলায় সাংবাদিক নামধারীদের অপকর্ম বন্ধে উপস্থিত সকল সাংবাদিককে সজাগ থাকার এবং তা বন্ধে স্থানীয় প্রশাসনের সহায়তা কামনা করা হয়।
Leave a Reply