নিজস্ব প্রতিবেদ, ভোলাহাট : “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধানের উপজেলা সভাকক্ষে বুধবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম। প্রবন্ধ উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জের( টিটিসি’র) সিনিয়র শিক্ষিকা মেহনাজ খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ( টিটিসি’র) ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত,ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির , জেলা পরিষদের মহিলা সদস্য হোসনে আরা পাখি, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাহাংগীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সুধিমহল ও সাংবাদিকবৃন্দ।
Leave a Reply