নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ১৭ মার্চ মঙ্গলবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকি। এ দিনটি জাতীয় শিশু দিবস হিসেবেও বাংলাদেশে যথাযথ মর্যাদায় পালন করা হয়। এবারের বছরটিকে সারাদেশে মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে।
দিবসটিকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, সদর উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, সড়ক বিভাগ, পুলিশ সুপার কার্যালয়, পাসপোর্ট অফিসসহ সকল সরকারি প্রতিষ্ঠান আলোকসজ্জা করা হয়েছে। ১৬ মার্চ সোমবার রাত সাড়ে ৮ টার দিকে শহরের বিভিন্নস্থান ঘুরে এসব দৃশ্য দেখা গেছে। শহরের প্রাণ কেন্দ্র পৌরসভার শহীদ মিনার সংলগ্নস্থানে বসানো হয়েছে বড় এলইডি মনিটর। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, ভাষণসহ বিভিন্ন কৃর্তি বড় মনিটরে দেখানো হবে। রাস্তায় চলাচল করলেই এ টিভি এখন চোখে পড়বে বড় ইন্দারা মোড়ে।
পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম রাতে এ প্রতিবেদককে জানান, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে পৌর চত্বরে প্রথম বারেরমত ইলেকট্টিক এলইডি মনিটর স্থাপন করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে মুজিব বছর উদযাপন সংক্ষিপ্ত করা হয়েছে।-কপোত নবী।
Leave a Reply