মোঃ জামিল হোসেন,ভোলাহাট : ইউনিয়ন পরিষদের নির্বাচন আসতে আরো বেশ কিছুদিন বাঁকী থাকলেও বর্তমানে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আনাগোনায় মুখরিত এলাকার গ্রামগঞ্জ ও হাট-বাজার। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়নে সরকার দলীয় মনোনয়নের প্রত্যাশায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা আগাম প্রচারনায় মাঠে নেমেছেন। দলীয় সমর্থন পেতে গ্রামে গ্রামে, মাঠ-ঘাট সহ মসজিদ ,মন্দির ও বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দোয়া ও আশীর্বাদ কামনা করছেন মনোনয়ন প্রত্যাশীরা।
এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, উপজেলার ৪টি ইউনিয়নে প্রায় ১৬ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এছাড়াও জনমত সৃষ্টির লক্ষ্যে দৌড়-ঝাঁপের যেন অন্ত নেই সম্ভাব্য প্রার্থীদের। দলীয় মনোনয়ন ও নৌকার হাল ধরার জন্য যারা প্রচার প্রচারনা চালাচ্ছেন তাদের নাম লোকমুখে সরব।
যাদের নাম ইতিমধ্যে শোনা গেছে তারা হলেন; ১নং ভোলাহাট সদর ইউনিয়নের নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য যুদ্ধ করবে চাঁপাইনবাবগঞ্জ জেলা আ’লীগের সহসভাপতি আব্দুল খালেক,উপজেলা আ’লীগের সহসভাপতি আইয়ুব আলী মন্ডল, উপজেলা আ’লীগের যুগ্নসাধারণ সম্পাদক পিয়ার জাহান, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল আহমেদ বিশ্বাস , ভোলাহাট ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন রজব, উপজেলা আওয়ামী যুবলীগ লীগের সভাপতি রেজাউল করিম বাবলু ও উপজেলা আওয়ামী যুবলীগ লীগের সহসভাপতি আব্দুল মাতিন ডাক্তার।
২নং গোহালবাড়ী ইউনিয়নে সরকার দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ইয়াসিন আলী শাহ ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগাঠনিক সম্পাদক মোঃ আখতার হোসেন (সেলিম)।
৩নং দলদলী ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, দলদলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আরজেদ আলী ভুটু,উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি আব্দুর গাফফার মুকুল ও উপজেলা আ’লীগের যুব ও ক্রিয়া সম্পাদক মোঃ আনিসুর রহমান।
৪নং জামিবাড়িয়া ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের আ’লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পিয়ারুল ইসলাম, জামিবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ রুহুল আমিন আইরোন, জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ লীগের সভাপতি মোঃ আব্দুস সামাদ।
উল্লেখিত মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অধিকাংশ মনোনয়ন প্রত্যাশীরাই মাঠে নেমেছেন। দিন-রাত ছুটে চলেছেন গ্রাম-গঞ্জ ও হাট বাজারে। ভোটারদের সাথে সালাম বিনিময় ও দোয়া /আশীর্বাদ শারীরিক ও পারিবারিক খোঁজ খবর নিচ্ছেন তারা। সেই সাথে নিজেদের নির্বাচনী প্রার্থীতার কথা জানান দিয়ে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন।
স্থানীয় ভোটারদের সাথে কথা হলে তারা জানান, যারা এলাকার উন্নয়ন ও জনগনের সেবা নিশ্চিত করতে পারবে খোঁজ খবর নিয়ে তাকেই যেন মনোনয়ন দেয়া হয়। দলীয় ভোটাররা জানান, সরকার যাকে মনোনয়ন প্রদান করবেন আমরা দলীয় ভাবে তাকেই ভোট দিবো। চলতি বছরে ইউনিয়ন পরিষদ নির্বাচন আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পার হবে বলে মনে করছেন নতুন ভোটাররা।
Leave a Reply