শফিকুল ইসলাম,গোমস্তাপুর:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দেশে জ্বালানি তেল, পরিবহনের ভাড়াসহ বিভিন্ন দ্রব্যমূল্যে বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর বিএনপি। গোমস্তাপুর উপজেলা বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, রহনপুর পৌরসভার (সাবেক) মেয়র তারিক আহমদ, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, নাচোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, আলিনগর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কাশেম মোহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলাদল নেত্রী নূরুন নেসা বাবলিসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন বদরুজ্জামান দোয়েল। সভায় বক্তারা “অবিলম্বে তেল,সার, গ্যাস, পরিবহনের ভাড়াসহ অন্যান্য দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করার আহবান জানান। সেই সাথে বক্তারা আরো বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধানে নির্বাচন চান। আরও বলেন অবিলম্বে আপনারা পদত্যাগ করে জণগনের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা দেন। আগামী নির্বাচনে ভোটের লড়াই এ আসেন। তাহলে বুঝবেন আপনাদের জনপ্রিয়তা কতটা আছে এবং একবার যাচাই করে দেখুন।
Leave a Reply