শফিকুল ইসলাম,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে একইদিনে ২টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে রহনপুর পৌর এলাকার পুরাতন বাজারের মৃত ইউনুস আলী মাস্টারের ছেলে শহিদুল্লাহ (৬৩) বাসার পানির ট্রাংকি পরিস্কার করার সময় অসাবধানতা বশতঃ ছাদ থেকে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। অপরদিকে, রহনপুর পৌর এলাকার হামিদপাড়ার আব্দুল আলিমের ছেলে হোসাইন (১৫) রহনপুর রেলস্টেশন সংলগ্ন রেলব্রিজের নিচে পূর্ণভবা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। এ রিপোর্ট লিখা পর্যন্ত (দুপুর ২টা) তার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। তবে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালাবে বলে রহনপুর ফায়ার সার্ভিস জানিয়েছে।
Leave a Reply