মহি মিজান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
চাঁপাইনবাবগঞ্জ জেলা, শিবগঞ্জ উপজেলার সুনামধন্য ও ১০ বার অত্র উপজেলায় প্রথম স্হান অর্জনকারী বিদ্যাপীট পুখুরিয়া মহিলা কলেজে এইচএসসি ২০২২ইং সালের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন ছাত্রীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩রা নভেম্বর ২০২২ইং সকাল ১০ঃ০০ঘটিকার সময় অত্র কলেজের ক্যাম্পাসে বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পুখুরিয়া মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার,জনাব মোঃ আবুল হায়াত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক(অবসরপ্রাপ্ত এনটিটিএআর),জনাব ডাঃ তরিৎ কুমার সাহা,
উপজেলা সমাজসেবা অফিসার,
জনাব কাঞ্চন কুমার দাস,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার,প্রকৌশলী জনাব মোঃ আরিফুল ইসলাম এবং পুখুরিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
বরণ ও বিদায় অনুষ্ঠানে ১ম বর্ষের নবীণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আসমিয়া, রিফা ও মাহমুদা খাতুন এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রোকসানা ও শামীমা খাতুন।
এই বছর পুখুরিয়া মহিলা কলেজ থেকে এইচএসসি ২০২২ইং পরীক্ষায় অংশ নিবে ১৫০ জন শিক্ষার্থী।
করোনা কালীন সময় অনলাইনের মাধ্যমে ডিজিটাল ক্লাস ও অত্র কলেজে মডেল টেষ্ট পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে।
পুখুরিয়া মহিলা কলেজ ২০০২ সালে প্রতিষ্ঠা হওয়ার পর দীর্ঘ ১৮ বছর পর এমপিও ভুক্ত হয় ২০১৯-২০ অর্থ বছরে।এই ১৮ বছর বিনা পয়সায় পুখুরিয়া মহিলা কলেজের শিক্ষকরা দক্ষতার সাথে শিক্ষার্থীদের শিক্ষা দান করে আসছেন। গত ২০১৯-২০২০ইং সালে এমপিও ভুক্ত হলেও অবকাঠামো এখানো নির্মাণ হয়নি, বর্তমানে এই কলেজে ৬০০জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে।
পুখুরিয়া মহিলা কলেজের সকল ছাত্রীদের ও শিক্ষকদের আবেদনে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবুল হায়াত ৪ তলা ভবন নির্মাণ,শেখ রাসেল ডিজিটাল ল্যাব,অবকাঠামো উন্নয়নের আর্থিক সহযোগিতা এবং অত্র কলেজের সফলতার জন্য সংবর্ধনা অনুষ্ঠান করার ঘোষণা দেন।
উল্লেখ্য আগামী ৬ নভেম্বর ২০২২ইং থেকে সারা দেশে এক সাথে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা।
Leave a Reply