ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মংগলবার (২৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উম্মে তাবাসসুম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির,বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী, প্রকল্প বাস্তবায়ন অফিসার কাউসার আলম সরকার, উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এস এস মিজানুর রহমান, যুব উন্নয়ন অফিসার ফারুক হোসেন, বিএমএ’র প্রকৌশলী আবদুল মোয়েন,বিআরডিবির অফিসার সবুজ আলী, জেলা আ’লীগের সহসভাপতি আঃ খালেক, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও গোলাহালবাড়ী ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, দলদলী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply