নিজস্ব প্রতিবেদক :ভোলাহাটে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। দিবস উপলক্ষে প্রথম প্রহরে সোমবার (রাত ১২টা ১ মিনিটে) রামেশ্বর হাই স্কুল চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনার পুস্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন। এরপর একে একে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ। পরে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠন। পর্যায়ক্রমে কলেজ, স্কুল, ক্লাব, প্রেস ক্লাব, এনজিও, সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীগন শহীদবেদিতে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ্, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা সাব রেজিস্ট্রার বিদ্যুৎ কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মুনিরুদ্দীন মুন্টু, মোঃ নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আফসার হোসেন, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ শাহাদাত হোসেন,সহ অন্যরা। এ সময় ভাষা শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
Leave a Reply