নাচোল প্রতিনিধি :
আজ শনিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটের সময় নাচোল ডাকবাংলা মিনি কনফারেন্স রুম নাচোল উপজেলার বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মুহা: গোলাম মোস্তফা বিশ্বাস বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের কাছে মনোনয়ন চাইবেন তিনি আরো বলেন, দল যাকে মনোনয়ন দিবেন তার পক্ষে তিনি কাজ করবেন। বিগত উপ নির্বাচনে বর্তমান নির্বাচিত জাতীয় সংসদ সদস্যর পক্ষে কাজ করেছি। আগামীতে যদি আমাকে মনোনয়ন না দেয় দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করবো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন তিনি আরো বলেন, বিগত দশম জাতীয় সংসদের সদস্য হিসাবে নাচোল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছিলেন পরবর্তীতে বিএনপির প্রার্থী বিজয়ী
হওয়ায় কেমন কোন কাংখিত উন্নয়ন হয়নি। আগামী দিনে দল যদি আমাকে মনোনয়ন দেই এবং আমি নির্বাচিত হলে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবো। সাংবাদিকদের তিনি জানান, সাপ্তাহিক জনকল্যাণ সংবাদ পত্রিকাটি পুনরায় চালু করতে যাচ্ছি। এই পত্রিকাটির মান উন্নয়নে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আপনাদের সহযোগিতা প্রয়োজন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন,আওয়ামী লীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি সাইদুর রহমান বাদল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মামুনুর রশিদসহ আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply