চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি-নেসকোর লাইন সহকারীর মৃত্যু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার (১১ মে) বিকেলে পৌর এলাকার হুজুরাপুর পাওয়ার হাউস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লাইন সহকারী বরিশাল জেলার আটিপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান সরদারের ছেলে মিজানুর রহমান (৩২)।
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত মিজানুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ নেসকোর এক লাইনসহকারী হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মাহফুজুল হক চৌধুরী জানান, লাইন সহকারী মিজানুর রহমান
নেসকোর হুজরাপুর পাওয়ার হাউস এলাকায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে ৩৩/১১ কে ভি বিদ্যুতের লাইন সংস্কার করার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাকে তার সহকর্মীরা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply